HANDS

Human and Nature Development Society (HANDS)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের মানুষের মাঝে যাকাতের কাপড় ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

Published: 2025-11-23 15:09:12 PM

Sponser of : Human and Nature Development Society (HANDS)


prjects image of HANDS

ঈদুল ফিতরের যাকাতের কাপড় বিতরণ

মানবিকতার ছোঁয়া: ঈদুল ফিতরের যাকাতের কাপড় বিতরণ 💖

Human and Nature Development Society (HANDS)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের মানুষের মাঝে যাকাতের কাপড় ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই মহৎ উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যাকাতের কাপড় বিতরণের মাধ্যমে আমরা তাদের ঈদের আনন্দকে কিছুটা হলেও ভাগ করে নিতে চেয়েছি।

🌟 কার্যক্রমের বিস্তারিত:

সংগঠন: Human and Nature Development Society (HANDS)

উপলক্ষ: পবিত্র ঈদুল ফিতর

বিতরণ সামগ্রী: কাপড় ও লুঙ্গি (যাকাতের অর্থ দ্বারা সংগৃহীত)

উদ্দেশ্য: সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের খুশি ভাগ করে নেওয়া।

আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সকল সম্মানিত দাতা ও স্বেচ্ছাসেবকদের, যাদের মূল্যবান সহযোগিতা এবং অংশগ্রহণে এই আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। HANDS ভবিষ্যতেও মানুষের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করে যাবে।

আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা আমাদের পথচলার প্রেরণা।


মানবিকতার ছোঁয়া: ঈদুল ফিতরের যাকাতের কাপড় বিতরণ

Project Location : Mirzapur Tangail

Start Date : 2024-04-23

End Date : 2024-04-23

participation of people : 500

Our Products